যেকোনো কাজে সাফল্য পেতে হলে আত্মবিশ্বাসী
হওয়াটা বেশি জরুরি।আত্নবিশ্বাস এমন একটি অদৃশ্য শক্তি যা আপনাকে সাফল্যের
চূড়ায় নিয়ে যেতে পারে।
আত্মবিশ্বাসহীনতা আপনার মাঝে ভয় তৈরি করে আপনাকে
ব্যর্থতার দিকে ধাবিত করে। সব সময় কোন কাজে আত্নবিশ্বাস ধরে রাখাটা বেশ
কষ্টসাধ্য। আবার অনেকে আত্মবিশ্বাসহীনতায় ভুগে থাকেন। কিছু উপায়ে এই
আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব। আসুন এমন কিছু জাদুকরী উপায় সম্পর্কে জেনে
নেয়া যাক।
পরিষ্কার পোশাক পরিধান
আমাদের
দেশে প্রচলিত আছে ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। পোশাক আপনার
আত্মবিশ্বাসকে অনেক প্রভাবিত করে থাকে। চেষ্টা করুন পরিষ্কার এবং মার্জিত
পোশাক পরিধান করার, এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি অন্যের
চোখে আপনার ভাল একটি ভাবমূর্তি তৈরি করবে।
নিজের মত থাকুন
মনে
রাখুন আপনি অন্যকে বা অন্যদের চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না। Wayne
Dyer বলেন ‘আপনি যদি ৩০ জন মানুষের মতামত গ্রহণ করেন, ৩০ রকম ভিন্ন ভিন্ন
মত পাবেন, এতে আপনি আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন। তাই অন্যের সিদ্ধান্তকে
নিজের সিদ্ধান্ত করে তুলবেন না। নিজস্ব মতামত তৈরি করুন এবং সেটি অনুসরণ
করুন।
নিজের দুর্বলতাকে জানুন
নিজের
দুর্বলতাকে জানুন। ভয়কে জয় করার পূর্ব শর্ত হল ভয়ের কারণ খুঁজে বের করা।
নিজের দুর্বলতাগুলো একটি লিস্টে লিখে রাখুন। এবার একটি একটি করে দুর্বলতা
থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করুন। দেখবেন এক সময় আপনার দুর্বলতাই আপনার
শক্তিতে পরিণত হয়েছে।
লক্ষ্য স্থির রাখুন
নিজের
সঙ্গে অন্য কারোর তুলনা করা থেকে বিরত থাকুন। এটি আপনার জীবন, অতএব আপনার
জীবনের সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ তা করতে পারবে না। তাই
নিজের লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলুন। দেখবেন সাফল্য আপনার
হাতের মুঠোয় চলে আসবে।
ভুল থেকে শিক্ষা নেয়া
মানুষ
মাত্রই ভুল করবে। আপনিও তার ব্যতিক্রম নন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন।
একবার করা ভুল দ্বিতীয়বার করা থেকে বিরত থাকুন। আর এই ছোট বিষয়টি আপনার
আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে।
নিজের প্রতি বিশ্বাস অটুট রাখুন। নিজের প্রতি বিশ্বাস আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিবে অনেকখানি।
No comments:
Post a Comment