Wednesday, May 20, 2015

কোমল পানীয়র অপকারিতা!

শীর্ষ নিউজ:
কোমল পানীয়! পান করতে দারুন সুস্বাদু। আমাদের অনেকেরই নিয়মিত কোমল পানীয় পান করা হয়। যেকোনো অনুষ্ঠানে, দাওয়াতে কোমল পানীয় তো লাগবেই। প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই কোমল পানীয় পছন্দ করে।
কিন্তু এই কোমল পানীয় যে আমাদের জন্য কতটা ক্ষতিকারক তা কি আমরা জানি ? অনেকে হয়ত জানি, অনেকে জানি না।

কোমল পানীয়তে প্রচুর পরিমানে থাকে ফসফরিক এসিড, ক্যাফেইন , সুগার , কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এইগুলা দেহের ক্ষতিসাধন করে থাকে।


অপকারিতা :

ওজন বাড়ায়
কোমল পানীয় আমাদের দেহের কোলেস্টেরল বা শরীরের অতিরিক্ত মেদ বাড়ায় ফলে ওজনও বাড়ে। আর অতিরিক্ত এ কোমল পানীয় পান করার ফলে ক্ষুদা মন্দা সৃষ্টি হয়ে থাকে।

হাড়ের ঘনত্ব কমায়
অতিরিক্ত কোমল পানীয় পান করার ফলে দেহর দুধ, ভিটামিন ডি, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ ও ক্যালসিয়ামের শোষণ মাত্রা কমে যায়। ফলে হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং হাড় নরম হয়ে যায়।

দাঁতের ক্ষতি
কোমল পানীয় পান করার ফলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় ফলে ক্যাবিজের ঝুঁকি বেড়ে যায় ।

অ্যাসিডিটি বাড়ায়
অতিরিক্ত কোমল পানীয় অনেক অ্যাসিডিকতাই এটি অ্যাসিডিটি বাড়িয়ে দেয়।

কিডনির সমস্যা
বেশি কোমল পানীয় পান করলে কিডনিতে পাথর হয়ে সমস্যা দেখা দিতে পারে।

বার্ধক্য
অতিরিক্ত কোমল পানীয় পান করলে তা চামড়ায় ভাঁজের সৃষ্টি করে। যারফলে চেহারায় খুব সহজেই বার্ধক্যের ছাপ পড়ে যায়।

অপকারিতা :

ওজন বাড়ায়

কোমল পানীয় আমাদের দেহের কোলেস্টেরল বা শরীরের অতিরিক্ত মেদ বাড়ায় ফলে ওজনও বাড়ে। আর অতিরিক্ত এ কোমল পানীয় পান করার ফলে ক্ষুদা মন্দা সৃষ্টি হয়ে থাকে।

হাড়ের ঘনত্ব কমায়

অতিরিক্ত কোমল পানীয় পান করার ফলে দেহর দুধ, ভিটামিন ডি, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ ও ক্যালসিয়ামের শোষণ মাত্রা কমে যায়। ফলে হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং হাড় নরম হয়ে যায়।

দাঁতের ক্ষতি

কোমল পানীয় পান করার ফলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় ফলে ক্যাবিজের ঝুঁকি বেড়ে যায় ।

অ্যাসিডিটি বাড়ায়

অতিরিক্ত কোমল পানীয় অনেক অ্যাসিডিকতাই এটি অ্যাসিডিটি বাড়িয়ে দেয়।

কিডনির সমস্যা

বেশি কোমল পানীয় পান করলে কিডনিতে পাথর হয়ে সমস্যা দেখা দিতে পারে।

বার্ধক্য

অতিরিক্ত কোমল পানীয় পান করলে তা চামড়ায় ভাঁজের সৃষ্টি করে। যারফলে চেহারায় খুব সহজেই বার্ধক্যের ছাপ পড়ে যায়। - See more at: http://www.sheershanewsbd.com/2015/04/19/77322#sthash.agp6P8BH.dpuf
শীর্ষ নিউজ ডেস্ক : কোমল পানীয়! পান করতে দারুন সুস্বাদু। আমাদের অনেকেরই নিয়মিত কোমল পানীয় পান করা হয়। যেকোনো অনুষ্ঠানে, দাওয়াতে কোমল পানীয় তো লাগবেই। প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই কোমল পানীয় পছন্দ করে। কিন্তু এই কোমল পানীয় যে আমাদের জন্য কতটা ক্ষতিকারক তা কি আমরা জানি ? অনেকে হয়ত জানি, অনেকে জানি না।

কোমল পানীয়তে প্রচুর পরিমানে থাকে ফসফরিক এসিড, ক্যাফেইন , সুগার , কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এইগুলা দেহের ক্ষতিসাধন করে থাকে।

তাই আজ চলুন দেখি এইগুলা আমাদের কিভাবে ক্ষতি করে থাকে - See more at: http://www.sheershanewsbd.com/2015/04/19/77322#sthash.agp6P8BH.dpuf

No comments:

Post a Comment